রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম সাগর সাহা (৩০), তিনি বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার তাকে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। গতকাল সন্ধ্যায় মসজিদের সামনে তিনি আবারও কটূক্তি করেন এবং মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষায় ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এর ফলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগরকে আটক করে। এ ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সাগরের শাস্তির দাবিতে বুধবার বেলা সাড়ে বারোটায় নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি সিএনজি মোড় পর্যন্ত যায় এবং পরে সেখানে ফিরে আসে।