ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার নেইমার জুনিয়রের পক্ষ থেকে বিশেষ উপহার পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি স্মারক এবং একটি জার্সি।
এই উপহারটি পলাশের হাতে তুলে দেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া। বর্তমানে তিনি সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন।
শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রবিন মিয়া উপহারটি পলাশকে দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব ব্যাখ্যা করছেন। রবিন জানান, এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে সমাজের জন্য বিশেষ কিছু করা মানুষদের উপহার হিসেবে দেওয়া হয়।
রবিন বলেন, “পলাশ নেইমারের একজন নিবেদিত ভক্ত এবং সমাজসেবামূলক কাজেও সক্রিয়। তাই এই উপহারটি সে ডিজার্ভ করে।”
পলাশ বলেন, “রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। নেইমার যখন তা জানতে পারেন, তখন তিনি খুশি হন। তার ইনস্টিটিউটের শিশুরাই বোতলের উপরে আঁকা কাজগুলো করেছে। এটা আমার জন্য অনেক সম্মানের ও আবেগের বিষয়।”
উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা বিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আন্তর্জাতিক পরিসরেও সমাজসেবায় যুক্ত রয়েছে।