মে দিবস ও সাপ্তাহিক ছুটির টানা তিনদিনের ছুটিতে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে পাহাড়ি শহর বান্দরবান। জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টে কোনো কক্ষ ফাঁকা নেই বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।
এবার ১ মে (মে দিবস) এবং ২-৩ মে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির ফলে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
হোটেল বুকিং চিত্র
বান্দরবান সদর এলাকার কয়েকটি নামিদামি হোটেলের বুকিং পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:
-
হোটেল গার্ডেন সিটি: ১, ২ ও ৩ মে—এই তিনদিনে গড়ে ৯০% কক্ষ বুকড, বাকিটাও পূরণ হওয়ার পথে।
-
হোটেল হিল্টন: ১ মে শতভাগ কক্ষ বুকিং, ২-৩ মে গড়ে ৫০% বুকিং নিশ্চিত।
-
হোটেল হিলভিউ: আজ (১ মে) ৮০% কক্ষ বুকড, বাকিটাও দ্রুত পূরণ হবে বলে আশা করছেন ফ্রন্ট ডেক্স ম্যানেজার।
-
হোটেল গ্র্যান্ড ভেলি: ২ ও ৩ মে—৪০-৫০% বুকিং রয়েছে।
-
হোটেল ডিমোর: আজকের দিন (১ মে) ৫০% বুকিং, বাড়ছে চাহিদা।
-
হোটেল আরণ্য: ৯০% কক্ষ আজই বুকড, জানালেন হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন।
পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা
হোটেল মালিকদের প্রত্যাশা, পরবর্তী দুই দিনেও পর্যটকদের আগমন অব্যাহত থাকবে। তারা বলছেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও নৈসর্গিক দৃশ্য পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে।