Home বান্দরবান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দাবি

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দাবি

by tnmrv
0 comments

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

বিচারবিভাগ নিয়ে ক্ষোভ

সমাবেশে বক্তারা বলেন, “গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ছিল না। বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। বিচারপতি খায়রুল হক ছিলেন সেই দমন-পীড়নের অন্যতম সহযোগী।”

তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সেইসঙ্গে, বিচার বিভাগকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ উঠে।

৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খায়রুল হককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

উপস্থিত নেতৃবৃন্দ

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক উম্যাচিং মারমা, জাহাঙ্গীর আলম খানসহ অন্যরা।

You may also like

Leave a Comment

About Us

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis..

Feature Posts

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!