Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে মে দিবস পালিত

খাগড়াছড়িতে মে দিবস পালিত

by Hill News 24
0 comments

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে খাগড়াছড়িতে মহান মে শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনেরউদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। 

মহান মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, রুমানা আক্তার, ফেরদৌসী বেগম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি জহুরুল আলম,   খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, খাগড়াছড়ি পুলিশ সুপার প্রতিনিধি, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা। 

এ সময় বক্তারা বলেন, যুগে যুগে দেশে দেশে যত সভ্যতা গড়ে উঠেছে —তা গড়ে উঠেছে শ্রমিকের শ্রমে ও ঘামে। আজকে এই মহান মে দিবস সেই সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটি স্মরণ করিয়ে দেয়। 

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ন্যায্য মজুরি এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিনে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে এতে অনেক শ্রমিক হতাহত হন। এরপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে মহান মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে।

পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করে শিশুশ্রমসহ অমানবিক সমস্ত শ্রম থেকে সুরক্ষা দিতে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রমিকদের মজুরি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিতকল্পে ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান বক্তারা।

You may also like

Leave a Comment

About Us

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis..

Feature Posts

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!