রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাঠবোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই ট্রাক্টরশ্রমিক বলে জানা গেছে।
অপরদিকে আহতরা হলেন, সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) ও দোলনেয়ে চাকমা (২৮)। এরা সবাই বাঘাইছড়ি ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সমির গোপাল দে বলেন, ‘আহতরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।’
বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, ‘ট্রাক্টরটি আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সীমান্ত সড়ক থেকে কাঠবোঝাই একটি ট্রাক্টর বাঘাইছড়ি আসছিল। পাহাড়ি সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। চালকসহ আহত হন আরও তিনজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’