এক ব্যক্তিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, আক্রান্ত ব্যক্তি ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।
গতকাল বুধবার রাতে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে চিত্রনায়িকা রেসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান ফেসবুকে লিখেছেন, ভিডিওর ব্যক্তিটি মিশা সওদাগর নন। রেসি লিখেছেন, ‘একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।’
বিষয়টি নিয়ে মিশা সওদাগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন মিশা সওদাগর। খোঁজ নিয়ে জানা গেছে, মিশা সওদাগর বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।
বুধবার রাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের আজ আমেরিকার ডালাসের একটি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন্য।’
প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসায় কোনো উন্নতি ঘটেনি, পরে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়েছে।