খাগড়াছড়িতে গতকাল বুধবার ভোরে অনুপ্রবেশের অভিযোগে আটক ৭২ ভারতীয় নাগরিককে একটি স্কুল ও স্থানীয় ব্যক্তিদের দুটি বাড়িতে রাখা হয়েছে। সেখানে সার্বক্ষণিক পাহারায় আছেন বিজিবির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে এসব নাগরিককে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে এমন তথ্য জানা গেছে।
৭২ ভারতীয় নাগরিকের মধ্যে ৩০ জনকে রাখা হয়েছে পানছড়ি উপজেলার লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকার একটি বাড়িতে ২৭ জনকে এবং তাইন্দং এলাকার আরেকটি বাড়িতে ১৫ জনকে রাখা হয়েছে। তাঁদের রান্না করা খাবার দিচ্ছে উপজেলা প্রশাসন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানা বলেন, যাঁদের সীমান্ত দিয়ে ‘পুশ–ইন’ করা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসন তাঁদের বিষয়ে একসঙ্গে কাজ করছে। তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সেখানে নারী ও শিশু রয়েছে, মানবিক কারণে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে। সেই সঙ্গে খাবারও দেওয়া হচ্ছে।
নাজমুন আরা সুলতানা আরও বলেন, অনুপ্রবেশকারীদের পুশব্যাকের বিষয়ে কোনো তথ্য এখনো তাঁরা জানেন না। নতুন করে সীমান্তে কোনো পুশইন হয়নি।
আজ দুপুরে খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৩০ ভারতীয় নাগরিককে বিদ্যালয়টির দোতলায় একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে বিজিবি ও পুলিশের পাহারা দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরা বলেন, বুধবার রাতে ৩০ ভারতীয় নাগরিককে এখানে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৪টি শিশু রয়েছে। তাঁদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে। সেখানে বিজিবির সদস্যরা সব তত্ত্বাবধান করছেন। পাশাপাশি পানছড়ি থানার পুলিশও মোতায়েন করা হয়েছে।
বুধবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন ও পানছড়ির লোগাং দিয়ে ৩০ জনকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।