• Home  
  • রোনালদোর পথ ধরে পর্তুগালের জাতীয় দলে পা রাখলেন তার পুত্র
- খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের জাতীয় দলে পা রাখলেন তার পুত্র

বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তারই পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র জাতীয় দলের জার্সি গায়ে তুলে শুরু করছেন নিজের আন্তর্জাতিক যাত্রা। সম্প্রতি তাকে প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে ডাকা হয়েছে। ১৪ বছর বয়সী এই কিশোর ফুটবলার নানা সময় নানা আলোচনার জন্ম দিয়েছেন—তিনি ঠিক কোন দেশের প্রতিনিধিত্ব করবেন তা ঘিরে। বিভিন্ন যোগ্যতার […]

বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তারই পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র জাতীয় দলের জার্সি গায়ে তুলে শুরু করছেন নিজের আন্তর্জাতিক যাত্রা। সম্প্রতি তাকে প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে ডাকা হয়েছে।

১৪ বছর বয়সী এই কিশোর ফুটবলার নানা সময় নানা আলোচনার জন্ম দিয়েছেন—তিনি ঠিক কোন দেশের প্রতিনিধিত্ব করবেন তা ঘিরে। বিভিন্ন যোগ্যতার কারণে পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষমেশ বেছে নিয়েছেন পিতৃভূমি পর্তুগালকেই।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। এর আগে তিনি অংশ নিয়েছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির জুভেন্টাসের যুব দলে—যেখানে তার পিতা একসময় খেলেছেন সিনিয়র দলে।

ভবিষ্যৎ প্রতিভা হিসেবে বিবেচিত এই ফুটবলার এবার অংশ নিচ্ছেন ‘ভ্লাতকো মারকোভিচ’ নামের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে। ১৩ থেকে ১৮ মে পর্যন্ত ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পর্তুগাল মুখোমুখি হবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের।

সম্প্রতি আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। এক ম্যাচে গোল করে বাবার জনপ্রিয় ‘সিউ’ উদ্‌যাপন করেও হয়েছেন সংবাদ শিরোনাম।

তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব পর্যায়ের সাফল্যই হয়তো তাকে সুযোগ করে দিয়েছে জাতীয় দলের বয়সভিত্তিক স্কোয়াডে। এখন দেখার পালা, পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি ঠিক কতদূর এগিয়ে যেতে পারেন দেশের জার্সি গায়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath@2024. All Rights Reserved.