বান্দরবানের থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে অভিযোগ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে পিসিপির সভাপতি অমল ত্রিপুরা বলেন, ‘থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ ঘটনা পাহাড়িদের ওপর নিপীড়নের বহিঃপ্রকাশ। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলা এবং দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছ। এসব ঘটনা জাতিগত নিপীড়নের বহিঃপ্রকাশ।’
পিসিপির সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা বলেন, পাহাড়ি মানুষ দাবি আদায়ের জন্য সভা–সমাবেশ করলে বলা হয়, পাহাড়িরা বিচ্ছিন্ন হতে চায়। তকমা লাগানো হয়। প্রত্যেক নাগরিককে সংবিধানে স্ব স্ব দাবি ও অধিকার নিয়ে কথা বলার সুরক্ষা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার থানচির তিন্দু এলাকায় এক খিয়াং নারীর (২৯) লাশ উদ্ধার করা হয়। লাশটি বিবস্ত্র ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কের নালার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। নিহত নারী তিন সন্তানের মা।