Home পার্বত্য অঞ্চল পার্বত্য বাগানে লিচুর সুবাস, বাজারে বাড়ছে সরবতা

পার্বত্য বাগানে লিচুর সুবাস, বাজারে বাড়ছে সরবতা

by Hill News 24
0 comments

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দেশি লিচুর মৌসুম। চলতি বছর এসব অঞ্চলে দেশি লিচুর ভালো ফলন লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনো সব এলাকায় লিচু পুরোপুরি পাকেনি, তবে অনেক বাগানে ইতোমধ্যেই লিচুর রঙ ও ঘ্রাণে মৌসুমের আভাস স্পষ্ট হয়ে উঠেছে।

এই সময়টাতে শহর থেকে পাইকাররা ভিড় জমাচ্ছেন পাহাড়ি বাগানগুলোতে। দেশজ উৎপাদনের মধ্যে তিন জাতের লিচু—চায়না–টু, বোম্বে এবং চায়না–থ্রি—সারাদেশেই ব্যাপক চাহিদার সম্মুখীন। রাঙামাটিতে দেশি লিচুর দাম প্রতি শ ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে থাকলেও, চায়না–থ্রি প্রতি শ ৬০০ টাকা এবং বোম্বে লিচু ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে লিচুর আকার ও স্বাদভেদে দাম ওঠানামা করছে।

এদিকে, বাগানে থোকা থোকা ঝুলে থাকা লিচু পাড়তে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ গাছ থেকে লিচু পেড়ে গুনছেন, কেউ বা পাকা লিচু দেখে উচ্ছ্বসিত শিশুদের সাথে ভাগ করে নিচ্ছেন মৌসুমের আনন্দ। সংগ্রহ করা লিচুগুলো বাজারজাত করার প্রস্তুতি চলছে পুরোদমে।

পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে লিচু নৌকায় করে আনা হচ্ছে রাঙামাটি বাজারে। বাজার থেকে সেগুলো শহরে পৌঁছে দিতে লিচুবোঝাই গাড়িগুলো অপেক্ষায় রয়েছে যাত্রার। মৌসুমের শুরুতেই এমন প্রাণচাঞ্চল্য কৃষক এবং ব্যবসায়ী—উভয়ের জন্যই আশাব্যঞ্জক বার্তা নিয়ে এসেছে।

You may also like

Leave a Comment

About Us

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis..

Feature Posts

Newsletter