• Home  
  • রাতে সৌদির মঞ্চ মাতাবেন জেমস
- বিনোদন

রাতে সৌদির মঞ্চ মাতাবেন জেমস

রক সংগীতের কিংবদন্তি জেমস এবার সৌদি আরবের মঞ্চ মাতাতে যাচ্ছেন। শনিবার (২ মে) রাতে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করবেন তিনি। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে এই চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া আয়োজনে বাংলাদেশের হয়ে জেমস ছাড়াও […]

রক সংগীতের কিংবদন্তি জেমস এবার সৌদি আরবের মঞ্চ মাতাতে যাচ্ছেন। শনিবার (২ মে) রাতে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করবেন তিনি। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে এই চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া আয়োজনে বাংলাদেশের হয়ে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন বিউটি খান, আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা।

এর আগেই উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপিয়েছেন কনা, ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো গান পরিবেশন করতে যাচ্ছি, যা আমার জন্য গর্ব ও সম্মানের বিষয়। বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই বিশেষ কিছু।”

বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজস্ব সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস। সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে বাংলা সংগীতের পরিচিতিকে আরও শক্তিশালী করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath@2024. All Rights Reserved.