• Home  
  • কনসার্টে হাবিবকে ‘রাত নির্ঘুম’ গাওয়ার অনুরোধ, কে সেই ভাইরাল ছেলেটি
- বিনোদন

কনসার্টে হাবিবকে ‘রাত নির্ঘুম’ গাওয়ার অনুরোধ, কে সেই ভাইরাল ছেলেটি

প্রায় দেড় দশক পর নিজ গ্রামের মঞ্চে গান পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত এই কনসার্টে এক অনন্য মুহূর্ত ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে—যেখানে এক খুদে দর্শক বারবার অনুরোধ করছেন হাবিবকে ‘রাত নির্ঘুম’ গাওয়ার জন্য। ভিডিও ক্লিপটি এখন নানা মিম ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই খুদে ভক্ত আর কেউ নন, হাবিবেরই ছেলে—আলীম […]

প্রায় দেড় দশক পর নিজ গ্রামের মঞ্চে গান পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত এই কনসার্টে এক অনন্য মুহূর্ত ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে—যেখানে এক খুদে দর্শক বারবার অনুরোধ করছেন হাবিবকে ‘রাত নির্ঘুম’ গাওয়ার জন্য। ভিডিও ক্লিপটি এখন নানা মিম ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই খুদে ভক্ত আর কেউ নন, হাবিবেরই ছেলে—আলীম ওয়াহিদ।

ভিডিওতে দেখা যায়, হাবিব দর্শকদের কাছ থেকে গানের অনুরোধ নিচ্ছেন, আর আলীম কানের কাছে বারবার বলছে ‘রাত নির্ঘুম’। যদিও দর্শকের দিকেই মনোযোগ ছিল হাবিবের, তবু এই আবেগী মুহূর্তের ভিডিও কাঁপাচ্ছে নেটদুনিয়া।

হাবিব জানান, “আলীম তো আমার প্রতিটি কনসার্টেই থাকে। সে আমার গানের তালিকা মুখস্থ জানে। কখনো মনে করিয়ে দেয়, কখনো নিজের পছন্দের গান শুনতে চায়। ও তো টিম মেম্বার হিসেবেই থাকে আমার পাশে।”

শুধু অনুরোধেই নয়, হাবিব জানিয়েছেন, প্রতিটি শোতে আলীম নজর রাখে তার পারফরম্যান্স, টিম মেম্বারদের কাজ, এমনকি ভবিষ্যতের পরিকল্পনাও জানতে চায়।

এর আগে, গত বছর তিন প্রজন্ম—ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ ও আলীম—একই মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই অনুষ্ঠানেও আলীমের ড্রামস বাজানোর ভিডিও হয়েছিল ভাইরাল।

বর্তমানে ড্রামের পর গিটারে আগ্রহী আলীম। ইউটিউব ও বাবার টিমের সদস্যদের কাছ থেকে শিখছে নিয়মিত।

হাবিবের মতে, “আলীম শুধু আমার ছেলে নয়, আমার অনুপ্রেরণা। ওর মতো একজন সংগীতপ্রেমী পাশে থাকাটা আমার জন্য গর্বের।”

উল্লেখ্য, হাবিবের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের দক্ষিণ পাইকশা গ্রামে। ২০১০ সালের পর এবারই প্রথম তিনি আবার গ্রামের মঞ্চে কনসার্ট করলেন, যা স্মরণীয় করে রাখল তার পুত্র আলীম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath@2024. All Rights Reserved.