বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন। তবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না হয়, তাহলে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ মে, শনিবার সকালে, রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। ১৪ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা ফেব্রুয়ারিকে নির্বাচনের জন্য উপযুক্ত সময় মনে করি, তবে যদি সে সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত। কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
তিনি জামায়াতের কর্তব্যের ব্যাপারে বলেছিলেন, “আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি। যেখানে যেকোনো ভোগান্তি, সেখানে আমরা ছুটে যেতে চেষ্টা করি। জামায়াত দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেদের দায়িত্ব মনে করে এবং আমরা জনগণের কল্যাণে চেষ্টা করি।”
এছাড়া, নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু সুপারিশ কোরআনবিরোধী উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “যদি নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। এই কোরআনবিরোধী কমিশন বাতিল করতে হবে। আমরা সরকারকে এ বিষয়ে সতর্ক করেছি, এবং আশা করি তারা যথাযথ ব্যবস্থা নেবে।”