জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের সমাবেশে অর্ধেক লোক ভাড়া করা ছিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এনসিপির ওই সমাবেশে এক হাজার লোকের মধ্যে প্রায় অর্ধেক লোকই ছিল ভাড়া করা।
৩ মে, শনিবার, দুপুরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় এসব কথা বলেন মোনায়েম মুন্না। তিনি এনসিপির সমাবেশের বিষয়ে মন্তব্য করে বলেন, “যে দল নিজেদের মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করে, তাদের সমাবেশ দেখে সেটা কোনোভাবেই তারুণ্যদীপ্ত মনে হয়নি।”
এছাড়া, তিনি রেলওয়ের সংস্কারে তিন জন ছাত্র প্রতিনিধির যুক্ত হওয়া নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “এই প্রতিনিধিরা ট্রেন ভ্রমণ করছে, বন্ধুবান্ধব নিয়ে তারা পিকনিকের মতো সময় কাটাচ্ছে।”
মোনায়েম মুন্না আরো বলেন, “যারা একাত্তরে স্বাধীনতা বিরোধী ছিল, এখন তারা বিভিন্ন ধরনের আস্ফালন করছে। তারা নানা কথা বলছে এবং একের পর এক পরিস্থিতির প্রতি মোড় নিচ্ছে।”
তিনি শেষে বলেন, “বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল এবং দেশের উন্নয়নে কাজ করেছে। অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের ভালো-মন্দ বুঝে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম। দেশের মানুষ এ ব্যাপারে বিশ্বাসী।”