• Home  
  • অভনীত কৌরকে লাইক দিয়ে বিপাকে বিরাট কোহলি
- বিনোদন

অভনীত কৌরকে লাইক দিয়ে বিপাকে বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও, সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যমের ঘটনায় পড়ে গেছেন বিব্রতকর অবস্থায়। বৃহস্পতিবার রাত থেকে একটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি অভিনেত্রী অভনীত কৌরের ভক্তদের পরিচালিত ইনস্টাগ্রাম পেজের একটি পোস্টে লাইক দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। এক অখ্যাত অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়ায় অনেক […]

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও, সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যমের ঘটনায় পড়ে গেছেন বিব্রতকর অবস্থায়। বৃহস্পতিবার রাত থেকে একটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি অভিনেত্রী অভনীত কৌরের ভক্তদের পরিচালিত ইনস্টাগ্রাম পেজের একটি পোস্টে লাইক দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। এক অখ্যাত অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়ায় অনেক নেটিজেন ও ভক্ত বিরূপ প্রতিক্রিয়া জানান। যদিও অনেকেই আবার কোহলির পক্ষেও দাঁড়ান। বিতর্কের উত্তাপে অবশেষে ব্যাখ্যা দেন বিরাট কোহলি নিজেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, “আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, মনে হচ্ছে অ্যালগরিদমের কারণে স্ক্রলিংয়ের সময় ভুলবশত প্রতিক্রিয়া চলে গেছে। এতে কোনো উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি, এ নিয়ে অহেতুক অনুমান করবেন না। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।”

এর আগে, স্ত্রী আনুশকা শর্মার জন্মদিনে কোহলি ভালোবাসামাখা একটি পোস্ট করেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়ায়। কিন্তু কিছু সময় পরই তিনি আরেকজন অভিনেত্রীকে নিয়ে বিতর্কে জড়ান।

এদিকে মাঠে ফিরলে দেখা যাচ্ছে অন্যরকম এক কোহলিকে। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে ৬৩.২৮ গড় ও ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন তিনি। রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে। দলও রয়েছে প্লে-অফে ওঠার জোর প্রতিযোগিতায়, টেবিলের তিনে অবস্থান করছে বেঙ্গালুরু।

সমালোচনার মাঝে পারফরম্যান্স দিয়ে দারুণভাবে নিজের অবস্থান ধরে রেখেছেন কোহলি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath@2024. All Rights Reserved.