কাশ্মীরে হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যার ফলে পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারত ও পাকিস্তানে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল হওয়া পোস্টে হানিয়া আমিরকে পাকিস্তানের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলার অভিযোগ আনা হয়েছে, এবং ভারতের প্রধানমন্ত্রী থেকে সাহায্য চাওয়ার কথাও বলা হয়েছে। তবে হানিয়া স্পষ্ট করেছেন, এই পোস্টটি মিথ্যা এবং তাঁর দ্বারা করা হয়নি। তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভুয়া এবং আমি এমন মনোভাব সমর্থন করি না।”
হানিয়া আরও জানান, “এটা অত্যন্ত সংবেদনশীল একটি সময়। নিরীহ মানুষের মৃত্যুর পর রাজনীতি না করার অনুরোধ জানাচ্ছি।” তিনি সবার কাছে প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, হানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো ভারতে বন্ধ হয়ে যাওয়ার পর, তার ফ্যানবেজ পাকিস্তানি ধারাবাহিকের জন্য সংকটে পড়েছে। হানিয়া আমিরের সিনেমা ও ধারাবাহিক ভারতে বিক্রি হচ্ছে ২৫ টাকায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস সৃষ্টি হয়েছে।
হানিয়া আমির পাকিস্তানি টিভি সিরিয়াল “মেরে হামসফর” এবং “মুঝে পেয়ার হুয়া থা”-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।