কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি কাঠুরিয়া মনছুর আলম (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রেজু আমতলী সীমান্তের ওপারে কাঠ সংগ্রহ করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় মনছুর আলমের বাঁ পা ক্ষতবিক্ষত হয়েছে এবং তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কাঠ সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনা
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের সিরাজ মিয়ার ছেলে মনছুর আলম প্রায়ই সীমান্তবর্তী এলাকা থেকে কাঠ সংগ্রহ করতে যান। এবারও তিনি একই উদ্দেশ্যে ওই এলাকায় যান। তবে, কাঠ সংগ্রহের সময় শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়েন।
এ সময় সেখানে পুঁতে রাখা আরাকান আর্মির মাইন বিস্ফোরণে তিনি আহত হন।
প্রতিবেশীদের বক্তব্য
রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম জানান, “মনছুর আলম প্রায়ই সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে যান। এবারও সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু মাইন বিস্ফোরণের শিকার হন।”
স্থানীয় প্রশাসনের বক্তব্য
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান, “মাইন বিস্ফোরণের ঘটনার বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত হয়েছেন। এটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে।”
সীমান্ত অঞ্চলে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যাচ্ছে যেহেতু তারা প্রাকৃতিক সম্পদ সংগ্রহের জন্য প্রায়ই শূন্যরেখা পার করতে বাধ্য হচ্ছেন, যার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া জরুরি।