• Home  
  • বিয়েই তো করিনি, হানিমুন হবে কিভাবে: জায়েদ খান
- বিনোদন

বিয়েই তো করিনি, হানিমুন হবে কিভাবে: জায়েদ খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে যে, তিনি গোপনে বিয়ে করেছেন এবং সেই বিয়ে নিয়ে হানিমুনে যাচ্ছেন। এই গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও, জায়েদ খান নিজেই তার বিয়ে এবং হানিমুনের বিষয়টি খণ্ডন করেছেন। নিউ ইয়র্ক থেকে ইত্তেফাক ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, “আমি […]

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে যে, তিনি গোপনে বিয়ে করেছেন এবং সেই বিয়ে নিয়ে হানিমুনে যাচ্ছেন। এই গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও, জায়েদ খান নিজেই তার বিয়ে এবং হানিমুনের বিষয়টি খণ্ডন করেছেন।

নিউ ইয়র্ক থেকে ইত্তেফাক ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, “আমি নিজেই ফেসবুকে দেখলাম যে আমি বিয়ে করেছি! এমনকি স্ত্রীসহ দুবাইয়ে হানিমুনে যাচ্ছি, এই ধরনের স্ট্যাটাসও দেখেছি।” তিনি আরও জানান, “বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। এসব গুজব ছড়ানো হচ্ছে, কারণ আমাকে নিয়ে কিছু একটা মজা করতে হবে।”

বিয়ে প্রসঙ্গে জায়েদ খান জানান, “বিয়েই তো করিনি, হানিমুন হবে কিভাবে। কবে বিয়ে করবো এখনো চূড়ান্ত করিনি।” তিনি বলেন, বর্তমানে নিউ ইয়র্কে তার স্থায়ী ঠিকানা এবং সেখানে তিনি নতুন প্রজেক্টে কাজ করছেন, তাই আপাতত বিয়ের পরিকল্পনা নেই।

অথচ, গুঞ্জন শুরুর পর ভক্তদের মধ্যে তাকে অভিনন্দন জানাতে শুরু করেছিল। তবে জায়েদ খান নিজে নিশ্চিত করেছেন যে, এসব খবর পুরোপুরি গুজব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath@2024. All Rights Reserved.