খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালের গাজী (২৮)। তাঁদের গ্রেপ্তার করা হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তরুণীটি পাহাড়ি ছড়ায় গোসল করতে যান। এ সময় দুজন আসামি তাঁকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে ধর্ষণ করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী তরুণী দুজন আসামিকে শনাক্ত করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ধর্ষণের ঘটনায় তাঁদের সম্পৃক্ততা স্বীকার করেছেন।