ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যখন দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং জনমানসে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তখনও একটি দল শুধু চাঁদাবাজি এবং স্টেশন দখল নিয়েই ব্যস্ত রয়েছে। তিনি বলেন, হাসিনার পলায়নের পর দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গেছে, আর তখনই তারা হিন্দুদের উপাসনালয় রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন।
গত ২৮ এপ্রিল, সোমবার, বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মুফতি রেজাউল করীম আরও বলেন, বর্তমান সরকারের ফ্যাসিস্ট আচরণের কারণে দেশের ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, এবং সরকার পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হাসান, খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।