বৈশাখের আগমন মানেই বিয়ের মৌসুম শুরু। গরমে বিয়ের নানা আয়োজন শেষে ক্লান্ত দম্পতিরা এখন তাড়াতাড়ি হানিমুনে বেরিয়ে পড়ার পরিকল্পনায় ব্যস্ত। কিন্তু কোথায় গেলে এই গরমেও মধুচন্দ্রিমা হয়ে উঠবে স্বপ্নের মতো? সেই প্রশ্নের উত্তর দিতেই রইল ছয়টি মনোমুগ্ধকর গন্তব্যের তালিকা।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
যারা নির্জনতায় ভালোবাসা খুঁজে পান, তাদের জন্য আদর্শ গন্তব্য আন্দামান ও নিকোবর। নীল সাগরের ঢেউ, নিরিবিলি সৈকত আর দিগন্তজোড়া নীরবতায় হানিমুন হয়ে উঠতে পারে আরও রোম্যান্টিক। স্কুবা ডাইভিং ও কায়াকিংয়ের পাশাপাশি ঘুরে দেখা যেতে পারে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আইল্যান্ড, রাধানগর ও এলিফ্যান্ট বিচ এবং ঐতিহাসিক সেলুলার জেল। প্রতিদিন দুজনের খরচ আনুমানিক ১৫ থেকে ২৫ হাজার টাকা।
কুর্গ, কর্নাটক
ভারতের দক্ষিণে কর্নাটকের কুর্গ পাহাড়-জঙ্গল-ঝরনায় ঘেরা এক অপরূপ স্থান, যা ‘ভারতের স্কটল্যান্ড’ নামে পরিচিত। হানিমুনের জন্য মে মাসে এখানে থাকছে দারুণ আবহাওয়া। আলো-আঁধারি পরিবেশে প্রেম জমে উঠবে নতুন রূপে। এলিফ্যান্ট ক্যাম্প, ইরুপ্পু ফলস, মাদিকেরি ফোর্ট-সহ একাধিক দর্শনীয় স্থানে ঘোরার সুযোগ রয়েছে। প্রতিরাতে খরচ পড়তে পারে ২০ থেকে ২৫ হাজার টাকা।
লাদাখ
যাদের পাহাড়ের টানে মন ভরে ওঠে, তারা বেছে নিতে পারেন লাদাখকে। হিমেল হাওয়া, পাহাড়ি নিসর্গ আর তিব্বতীয় খাবার—সব মিলিয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা অপেক্ষা করছে নতুন দম্পতিদের জন্য। প্যাংগং লেক, নুবরা ভ্যালি, লেহ প্যালেস ও শান্তি স্তূপ হানিমুনে যুক্ত করতে পারে অতিরিক্ত আনন্দ। খরচ পড়বে প্রতিরাতে ১৫ থেকে ২০ হাজার টাকা।
উটি, তামিলনাড়ু
উটি পাহাড়ি শহর হিসেবে হানিমুনের এক বিশেষ নাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর টয়ট্রেনের অভিজ্ঞতা নতুন দম্পতিদের স্মৃতির খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, দোদাবেতা পিক ও স্থানীয় মিউজিয়াম ঘুরে দেখে নেওয়া যেতে পারে। খরচের পরিমাণ থাকবে প্রতিদিন ১৮ থেকে ২৫ হাজার টাকার মধ্যে।
নৈনিতাল, উত্তরাখণ্ড
উত্তর ভারতের শৈলশহর নৈনিতাল হানিমুনের জন্য এক ক্লাসিক গন্তব্য। মে মাসে এখানকার আবহাওয়া থাকে একেবারে মনোরম। নৈনিতাল হ্রদ, টিফিন টপ, ইকো কেভ গার্ডেনস ঘুরে সময় কাটানো যায় নিভৃতে। সাধ্যের মধ্যেই হানিমুনের স্বপ্ন পূরণ হতে পারে এখানে—প্রতিরাত খরচ ১০ থেকে ১৫ হাজার টাকা।
ওয়ানড়, কেরল
যারা একটু অফবিট জায়গায় মধুচন্দ্রিমা কাটাতে চান, তাদের জন্য আদর্শ ওয়ানড়। কেরলের এই জায়গাটি পাহাড়, জঙ্গল ও জলপ্রপাতে ঘেরা এক নিরিবিলি স্বর্গ। হানিমুনে কাটানোর পাশাপাশি ঘুরে দেখা যেতে পারে চেমব্রা পিক, নীলিমালা ভিউ পয়েন্ট, ওয়ানড় ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এবং এদাকাল গুহা। এখানে দুজনের প্রতিরাতের খরচ আনুমানিক ১২ থেকে ১৭ হাজার টাকা।
শেষ কথা:
বিয়ের পর ক্লান্তি কাটিয়ে যদি মধুর কিছু সময় একসাথে কাটাতে চান, তবে এই ছয়টি গন্তব্য হতে পারে আপনার হানিমুনের পারফেক্ট চয়েস। শুধু ভালোবাসা থাকুক সাথে, আর মন খুলে উপভোগ করুন প্রকৃতির নির্জনতাকে।