২০২৫ সালের মে মাস থেকে থাইল্যান্ডে ভ্রমণকারী সকল বিদেশি নাগরিকদের জন্য একটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। থাইল্যান্ডে প্রবেশের জন্য এখন থেকে প্রতিটি অ-থাই নাগরিককে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিইএসি) পূরণ করা বাধ্যতামূলক হবে।
সম্প্রতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ঢাকা থেকে থাইল্যান্ডের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি চিঠি পাঠিয়েছে, যেখানে এই নতুন নিয়মের বিস্তারিত জানানো হয়েছে।
থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল অ্যারাইভাল কার্ড একটি অনলাইন ফর্ম, যা যাত্রীদের থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্ম পূরণ করতে হবে থাইল্যান্ডে আসার কমপক্ষে তিন দিন আগে। ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণের নিয়মটি বিমান, স্থল এবং জলপথ—সব পথেই কার্যকর হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যেভাবেই প্রবেশ করা হোক না কেন, এই ফর্মটি পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। আবেদন করতে হবে www.tdac.immigration.go.th ওয়েবসাইটে।
থাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই নতুন প্রক্রিয়াটি চালু করার উদ্দেশ্য হচ্ছে—প্রবেশ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করা। যাত্রীদের তথ্য আগেই সংগ্রহ করতে পারলে বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না এবং ইমিগ্রেশন চেকও দ্রুত সম্পন্ন হবে।
এই ঘোষণা প্রকাশ হওয়ার পরপরই দেশটির ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা যাত্রীদের দ্রুত এই তথ্য পৌঁছায়।
বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক বাংলাদেশি থাইল্যান্ডে চিকিৎসা ও অবকাশ যাপনের জন্য যান। তাদের জন্য এই নতুন নিয়মটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোকেও তাদের ক্লায়েন্টদের এই বিষয়টি অবহিত করা উচিত।
ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব। তবে সময়মতো না করলে বিমানবন্দরে যাত্রা বাতিল হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন সতর্কতা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।