Home পর্যটন ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

by tnmrv
0 comments

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মহোদয়, মুহাম্মদ শুহাদা ওথমান মেলার উদ্বোধন করেন। এ মেলা আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এবং এটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা, ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মেলার আয়োজকরা জানিয়েছেন, দেশের এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো মেলার ভিজিটরদের জন্য বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। এছাড়া, রয়েছে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজও।

এ বছরের ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ করছে ৪৫টির বেশি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত ও বাংলাদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

মেলা ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ৫০ টাকা এবং প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র’তে ভিজিটররা এয়ার টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

You may also like

Leave a Comment

About Us

Lorem ipsum dolor sit amet, consect etur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis..

Feature Posts

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!