ঢাকা, ৬ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে সি পার্ল হোটেল এক বিশেষ অফার ঘোষণা করেছে, যার মাধ্যমে অতিথিরা এক রাতের খরচে চার রাত পর্যন্ত থাকার সুযোগ পাচ্ছেন। এই অফারটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সি পার্ল হোটেলের মার্কেটিং কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার কাজী মো. তাজীবুল হক জানান, এই অফারটি মূলত মেলার সঙ্গে সম্পর্কিত এবং এটি শুধুমাত্র রমজান মাসজুড়ে পাওয়া যাবে। অফারটি সুপিরিয়র কিং টুইন রুমের জন্য ১৯,৮০০ টাকা থেকে শুরু হচ্ছে।
এই প্যাকেজে অতিথিরা বিলাসবহুল রুম, বুফে ব্রেকফাস্ট, আনলিমিটেড সুইমিংপুল এক্সেস, ফ্রি ইন্টারনেট এবং আরও অনেক সুবিধা পাবেন।
ঢাকা ট্রাভেল মার্টে অংশগ্রহণকারী ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবা প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ভ্রমণ এবং পর্যটন সংক্রান্ত কোম্পানি।
এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং প্রবেশ ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় প্রবেশকারীরা আয়োজিত র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবেন, যেখানে তারা এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।